সৌদি থেকে পাঠানো ১৩ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে

সৌদি থেকে পাঠানো ১৩ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে

সৌদি আরবের জেদ্দা থেকে ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ২টায় সৌদি এয়ার (এসভি ৮০২) বিমানযোগে ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে সৌদি সরকার। বর্তমানে তারা ঢাকা ইমিগ্রেশন হেফাজতে আছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই রোহিঙ্গারা সৌদি আরবে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে অবস্থানকারী। তাদের মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের দাবি, তারা বাংলাদেশি নয়, তারা মিয়ানমারের।

রবিবার মিডল ইস্টআই নামে একটি ওয়েবসাইটে পাঠানো ভিডিও ফুটেজ বরাত দিয়ে আলজাজিরা বলছে, জেদ্দার সুমাইসি নির্বাসন কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওই রোহিঙ্গাদের। এদের মধ্যে যে রোহিঙ্গারা বাংলাদেশে যেতে অস্বীকৃতি জানান তাদের হাতকড়া পরিয়ে দেয়া হয়।

আলজাজিরা অনুসারে, তাদের বেশিরভাগই হজ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু পরে দেশে ফিরে না গিয়ে সেখানে অবৈধভাবে বাস করতে এবং কাজ করতে শুরু করেন।

বেশিরভাগ রোহিঙ্গারা ভুটান, মালদ্বীপ, ভারত ও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সৌদিতে গেছেন। তারা ছয়-সাত বছর ধরে সৌদির কারাগারে বন্দি রয়েছেন।

এর আগে ভারত থেকে পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে।

এমআই