শিক্ষার্থীদের সাবেক এমপি মকবুলের হুমকি

যারা ইতরামি করবে, খুলি উড়াইয়া দেবে

যারা ইতরামি করবে, খুলি উড়াইয়া দেবে

ঢাকা, জানুয়ারি ১৪ (জাস্ট নিউজ): বিভিন্ন দাবিতে বিক্ষোভরত বেসরকারি এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি দিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি এম মকবুল হোসেন বলেছেন, আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সরকার ফলে যারা ইতরামি করবে, খুলি উড়াইয়া দেবে।

রবিবার সকালে বিক্ষোভকারিদের সামনে উপস্থিত হয়ে এ হুমকি দেন মকবুল। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আট দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবার সকাল আটটা থেকে হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন সাবেক এমপি মকবুল হোসেন। তিনি পুলিশকে পাশে রেখে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আর হুমকি দেন।

মকবুল বলেন, ধর্মঘট করলে তার কোনো সমস্যা হবে না। বেশ কটি মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে। তিনিও বন্ধ করে দেবেন।

মকবুল বলেন, আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সরকার ফলে যারা ইতরামি করবে, খুলি উড়াইয়া দেবে।

মেডিকেল কলেজের বিদেশি এক ছাত্রীকে উদ্দেশ্য করেও হুমকি দেন মকবুল।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মকবুলের হুমকিতে পিছু হটেননি। তারা শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষকে ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে দেন।

বেলা পৌনে দুইটার দিকে শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান বেরিয়ে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেন।

(জাস্ট নিউজ/জিএস/১৮০০ঘ)