গার্মেন্ট শ্রমিকবাহী বাস খাদে, আহত ৫০

গার্মেন্ট শ্রমিকবাহী বাস খাদে, আহত ৫০ ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গার্মেন্ট শ্রমিকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ৫০জন শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, রূপগঞ্জ এলাকার ফকির ফ্যাশন নামের একটি গার্মেন্টের বাস ছুটি শেষে শ্রমিকদের নিয়ে উপজেলার বিশনন্দীর দিকে যাচ্ছিল। বাসটি আড়াইহাজার উপজেলার দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে গিয়ে বাসে থাকা সব যাত্রী আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

ওসি আরও জানান, চালক পলাতক রয়েছেন। বাসটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, হাসপাতালে আমরা ৫০ জন নারী-পুরুষকে চিকিৎসা দিয়েছি। কারো হাত, কারো পা ভেঙে গেছে। মাথা ফেটে গেছে অনেকের। হাসপাতালের সব ডাক্তার এনে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

এমজে/