কবি আল মাহমুদকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

কবি আল মাহমুদকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদকে হাসপাতোলে দেখে এসেছেন বিএনপি নেতারা। রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন আছেন দেশের প্রধান এই কবি।

রবিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ জাসাসের কয়েকজন নেতা আল মাহমুদকে দেখতে হাসপাতালে যান। সেখানে তারা কিছু সময় থাকেন। এ সময় কবির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপি নেতারা।

হাসপাতালে কবির ছেলে ও দুই মেয়ের জামাতার সঙ্গে কথা হয়েছে বিএনপি নেতাদের। কবির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আবদুল মঈন খান।

হাসপাতালে জাসাস নেতা চিত্রনায়ক হেলাল খান, একুশে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন।

সাংবাদিক বাছির জামাল জানান, কবি আল মাহমুদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদকে শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

পরিবার থেকে বলা হয়, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।