সড়ক দুর্ঘটনা: ১৫ ঘণ্টায় নিহত ১৪

সড়ক দুর্ঘটনা: ১৫ ঘণ্টায় নিহত ১৪

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন- খোরশেদ আলম (৪০) ও আরিফ হোসেন (৩৮)। উপজেলার বাউরা (মেসেছঘাট) এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা হাইওয়ে থানার এস আই সোলেমান আলী জানান, একটি মোটরসাইকেলে খোরশেদ ও আরিফ পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক মেছেরঘাটে মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের বাড়ি লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকায়।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এদিকে, লালমনিরহাটের রংপুর- কুড়িগ্রাম মহাড়কের মোস্তাফিহাট এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ধারী (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট রংপুর-মহাসড়কের সদর উপজেলার মোস্তফিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুর
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক চালকসহ ৩ জন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলাবড়ই এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক রফিকুলের বাড়ি পীরগঞ্জ থানায়। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

রংপুরের বড়দারগা হাইওয়ে পুলিশের এসআই মোয়াজ্জেম বলেন, রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালকের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও চাঁদপুরের দক্ষিণ মতলবের শিবপুরের বাসিন্দা প্রাইভেটকার চালক আবদুল্লাহ সরকার (৩৫)।

ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) জহিরুল ইসলাম জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত ও অপর একজন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহদের লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।

বাড্ডা

ঢাকার বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম জিন্না (৫০)। ট্রাকের চাপায় ওই নারীর দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বাড্ডা থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, ‘ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মুত্যু হয়।’

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

জিন্না বাড্ডা এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জে। তার স্বামীর নাম জাফর আলী।

খুলনার ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত ১৬ জন হলেন- রামকৃঞ্চ বিশ্বাস (৪৮), নাসিরুল ইসলাম (৪০), রেশমা (৩০), জেবা খাতুন (১৬), আব্দুল্লাহ (১১), রিয়া (১৪), আফরোজা (২০), আমেনা (৪৫), লাবনী (১৪), টুম্পা (১২), খাদিজা (১৫), সুমাইয়া (১৪), মাসুরা (১৩), জিনিয়া (১২), মমতাজ (১৫) ও নিলা (১৩)।

আহতদের মধ্যে জেবা খাতুন, রেশমা, আব্দুল্লাহ ও নাসিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রেশমা হলেন যশোরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নাসিরুল ইসলাম ধর্ম শিক্ষক, আবদুল্লাহ শিক্ষক নাসিরুল ইসলামের ছেলে, রামকৃঞ্চ বিশ্বাস বাণিজ্য বিভাগের শিক্ষক, আমেনা স্কুলের আয়া।

এদিকে আহত অন্যান্যদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুকনগরের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কিশোর-কিশোররা যশোরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ( স্কুলটির প্রস্তাবিত নাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রাস্তা সংস্কার কাজ চলার কারণে রাস্তার গর্তে বাসটি আটকে যায়। এ সময় চালক আটকে যাওয়া বাসটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৩০ জন। বাসটিতে স্কুলটির সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে আশঙ্কাজনকদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশে রওনা হয়। পথে বাসটি ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়।

খুলনা লবণচরা থানা
খুলনায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকারে থাকা পাঁচযাত্রী নিহত হয়েছেন। এরা সবাই গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগ এলাকার অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম (তিনিই গাড়িটি চালাচ্ছিলেন), থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী।

রবিবার রাত পৌনে ১১টার দিকে লবণচরা থানার রূপসা বাইপাস সড়কের খেজুরবাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এমআই