জনগণের সমালোচনা সরকারকে মেনে নিতে হবে : মানবাধিকার কমিশন

জনগণের সমালোচনা সরকারকে মেনে নিতে হবে : মানবাধিকার কমিশন

দেশের স্বার্থে জনগণের সমালোচনা সরকারকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি বলেন, সরকারের সমালোচনাকারীরা কখনই রাষ্ট্রদ্রোহী হতে পারে না।

আজ সকালে মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ইউপিআর সুপারিশ বাস্তবায়নের জন্য মনিটরিং ওয়ার্কের খসড়া নিয়ে আলোচনা হয়। সভায় মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘মুক্ত চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার রক্ষা সরকারকেই করতে হবে।’

রিয়াজুল হক যোগ করেন, ‘দেশের উন্নয়ন হচ্ছে। তবে উন্নয়নের মতো দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না।’ এ পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।