বিমান ছিনতাই’র চেষ্টায় বৃটেনের নিরাপত্তা সতর্কতা জারি

বিমান ছিনতাই’র চেষ্টায় বৃটেনের নিরাপত্তা সতর্কতা জারি

বিমান ছিনতাই’র চেষ্টার ঘটনায় বাংলাদেশে থাকা বৃটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির সরকারের জারি করার নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত ঘটনার প্রেক্ষাপটে এ সতর্ক জারি করা হলো।

বৃটিশ সরকারের বার্তায় বলা হয়, ওই ঘটনায় বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। (এ রিপোর্ট লেখার সময় বিমানবন্দর পরিস্থিতি স্বাভাবিক বলে সরকারের তরফে তথ্য প্রচার করা হয়।) ফলে বৃটিশ নাগরিকদের বিমানবন্দর পরিস্থিতির তথ্য হালনাগাদ থাকা উচিত।

উল্লেখ্য, নিরাপত্তায় বড় ধরণের ত্রুটি থাকার অভিযোগে ঢাকা থেকে সরাসরি কার্গো চলাচল বন্ধ করে দিয়েছিল বৃটেন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা. অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো বরাবরই এ নিয়ে উদ্বিগ্ন। যদিও শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বৃটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে দায়িত্ব দেয়ার পর পরিস্থিতি খানিক উন্নতি হয়েছে বলে দাবি করা হয়।

এরমধ্যেই ‘বিমান ছিনতাইর চেষ্টা’র ওই ঘটনা ঘটলো। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বৃটেন নিরাপত্তা সতর্কতা জারি করলো।

এমআই