৯৯ শতাংশ ভোট পড়া অবাস্তব : সিইসি

৯৯ শতাংশ ভোট পড়া অবাস্তব : সিইসি

কোনো ভোটকেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়াকে বাস্তবসম্মত বলে মনে করেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৮৬। ভোট পড়ে ২ হাজার ৮৫। ওই কেন্দ্রে মাত্র একজন ভোটার অনুপস্থিত দেখানো হয়।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না। ভোট গণনা হয়ে যাওয়ার পর ফলাফল ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের আর করার কিছু থাকে না। তখন আদালতে যেতে হয়।
সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে কম ভোটার উপস্থিতি প্রসঙ্গে নূরুল হুদা বলেন, নির্বাচনগুলোতে বড় দল না থাকায় ভোটার কিছুটা কমেছে।

রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে কে এম নূরুল হুদা বলেন, রোহিঙ্গারা ভোটার হতে পারবে না। তারা আমাদের দেশে আসার পরেই তাদের হাতের ছাপ নেওয়া হয়েছে। এতে করে ভোটার হতে গেলে হাতের ছাপ দেওয়ার সময় তারা ধরা পড়বে। সুতরাং নিজের পরিচয় গোপন করেও তাদের ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।

আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শওকত আলী,পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা প্রমুখ।

এমআই