নুসরাতকে পুড়িয়ে হত্যা: সিরাজসহ ২ শিক্ষকের এমপিও স্থগিত

নুসরাতকে পুড়িয়ে হত্যা: সিরাজসহ ২ শিক্ষকের এমপিও স্থগিত

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাসহ দুই শিক্ষকের এমপিও স্থগিত করা হয়েছে। অপরজন হলেন- ওই মাদ্রাসার ইংরেজী বিষয়ের প্রভাষক আফসার উদ্দীন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সংক্রান্ত এক নথি অনুমোদন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল খায়েরের পাঠানো এক তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর অনুচ্ছেদ-১৮ এর উপানুচ্ছেদ ১৮.১, ১৮.২ এর আলোকে এই দুই শিক্ষকের এমপিও স্থগিত করা হয়েছে।

২৭ মার্চ মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন নুসরাত। এ ঘটনায় তার মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। মামলা তুলে নিতে আসামিপক্ষ নানাভাবে চাপ প্রয়োগ করে। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নুসরাত।

এর জের ধরে গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম প্রথমপত্রের পরীক্ষা দিতে গেলে তাকে ডেকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৮০ শতাংশ পোড়া শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন লড়ার পর মারা যান নুসরাত।

এমআই