সিরাজগঞ্জে ভিজিডি’র ১৩৫২ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জে ভিজিডি’র ১৩৫২ বস্তা চাল উদ্ধার

হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য সরকারী বরাদ্দকৃত ভিজিডির ১৩৫২ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে জব্দ করেছে সিরাজগঞ্জের তাড়াশ ও সদর উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয়েছে ২ ব্যবসায়ীকে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার মিরপুর মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে আবু সিদ্দিকী (৪৯) ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস ছালাম (৪৫)।

সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শহরের মিরপুর মহল্লার এসএস ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৮৭৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবু সিদ্দিকী ও সালামকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা অভিযানে সহায়তা করে। এ ঘটনায় মামলা হয়েছে।

অপরদিকে, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, মঙ্গলবার বিকালে উপজেলা এলএসডি গোডাউনের পাশে অবস্থিত বেলাল হোসেনের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ভিজিডির চালসহ সরকারী ৪৭৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।

এমআই