ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে হাতিয়া পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ীর চাপে এ যানজটের সৃষ্টি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মধ্যরাত থেকে যানজটে আটকা পড়ে দুর্ভোগের শিকার চালক ও ব্যবহারকারীরা।

চালক ও যাত্রীরা জানান, গতকাল মধ্যরাত থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। সময় যত বাড়ছে যানজট তীব্র আকার ধারণ করছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কি.মি রাস্তা পাড়ি দিতে সময় লাগছে ৪ থেকে ৫ ঘণ্টা। এতে বেশি ভোগান্তির শিকার হচ্ছে নারী ও শিশুরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মধ্যরাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এ কারণে মহাসড়কের দুইদিকেই গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে। এ বিষয়ে পুলিশ সদস্যরা কাজ করছে।

বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এমজে/