দুর্নীতির অভিযোগে পদ ছাড়তে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের

দুর্নীতির অভিযোগে পদ ছাড়তে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের

ছুটির দিনে গুরুত্বপূর্ণ নথি সরাতে গিয়ে তোপের মুখে পড়েন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এক পর্যায়ে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছিলো প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিরা। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম জানান, শনিবার সকালে ছুটির দিন হলেও ফাউন্ডেশনের তার কক্ষ থেকে অফিসের প্রয়োজনীয় কিছু নথি নিয়ে যেতে চান মহাপরিচালক। সে সময় কর্মকর্তা-কর্মচারিদের বাধায় অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে কিছু না নিয়েই দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

সচিব জানান, নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মন্ত্রনালয় তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এমআই