ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায়

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায়

ঢাকা, ২৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ এ তথ্য নিশ্চিত করে। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে উইদোদোর বাংলাদেশের আগমন।

উইদোদোকে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। বিমান থেকে নেমে আসার সময় ২১ বার তোপধ্বনিতে তাদেরকে স্বাগত জানানো হয়। দুটি শিশু ফুল দিয়ে বরণ করে নেয় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ও ফার্স্ট লেডিকে।

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ইউন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মঞ্চে আসার পর দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। পরে সফররত রাষ্ট্রপ্রধান গার্ড পরিদর্শন করেন। গার্ড পরিদর্শন শেষে উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন উইদোদো।

এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, পররাষ্ট্র সচিব শহীদুল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে মিলিত হবেন। রাতে প্রেসিডেন্ট উইদোদোর সম্মানে এক নৈশভোজের আয়োজন করছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। এ ভোজের আগে দুই প্রেসিডেন্টের মধ্যে একান্ত বৈঠক হবে।

আগামীকাল রবিবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তার আগে দিনের শুরুতে সাভার স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। কক্সবাজার যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হবে। সোমবার দিনের শুরুতেই তিনি আফগানিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন উইদোদো।

(জাস্ট নিউজ/একে/২১২৮ঘ.)