তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৫ বাংলাদেশী

তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৫ বাংলাদেশী

ভূমধ্যসাগরে ট্রলারে ভেসে থাকা ৬৪ বাংলাদেশীর আরো ১৫ জন তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪-এর একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের ভেতরেই অবস্থান করছেন। তাদের নিজ নিজ এলাকায় খোঁজ খবর নিয়ে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিতের পরই বের হতে দেয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ২১ জুন তিউনেশিয়ার ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশীর মধ্যে ১৭ জন দেশে ফেরেন।

এমজে/