পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাত শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এ তথ্য জানায়।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, গত কয়েক দিন পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে আগের সময়ের চেয়ে পারাপারে তিনগুন বেশি সময় লাগছে। এতে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী পরিবহন দুই শতাধিক ও পণ্যবোঝাই ট্রাক পাঁচ শতাধিক রয়েছে। বর্তমানে এ নৌরুটে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এমজে/