দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের টিকিট বিক্রি

দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের টিকিট বিক্রি

ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৮ আগস্ট বৃহস্পতিবার টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।

ঈদের কাঙ্ক্ষিত অগ্রিম টিকিটের জন্য এদিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে।

এমজে/