এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ডিএসসিসিতে ১১ ভবনে জরিমানা

এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ডিএসসিসিতে ১১ ভবনে জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার ১১টি ভবনকে জরিমানা করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল পাওয়ায় এসব ভবন কর্তৃপক্ষকে এক লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ডিএসসিসির সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক), সম্পত্তি বিভাগের কর্মকর্তা, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযানে অংশ নেন।

অভিযানে মোট ১১১টি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে ১১টিতে এডিস প্রজননস্থল এবং লার্ভা পাওয়া যায়। এগুলোকে বিভিন্ন অংকে মোট এক লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার।

এমআই