ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) :আগামী ৯ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের একজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। এর আগে ২০০৮-এ যুক্তরাজ্যের তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এই সফরের সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেওয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও ধারণা করছেন কূটনীতিকরা। এছাড়া ব্রেক্সিট ও ভিসা বিষয়টি নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

(জাস্ট নিউজ/ওটি/একে/০৯৫৬ঘ.)