জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এর আগে ড. মাওলানা মুশতাক আহমদ মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি কোরবানির তাৎপর্য তুলে ধরেন। নামাজ শেষে দেশ, জাতি ও উম্মতে মোহাম্মদির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ছবি: শাহেদ শফিকজাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাইদ খোকন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কূটনীতিক, রাজনীতিকসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদগাহে জায়গা না পেয়ে অনেকে রাস্তার ওপরে জামাতে শরিক হনঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা মোহাম্মদপুরের বাসিন্দা আলহাজ এনায়েতুর রহমান বলেন, ‘রাজধানীর জন্য এটি সবচেয়ে বড় জামাত। বড় জামাতে নামাজ আদা করলে সওয়াব বেশি। আমি বিগত বছরগুলোতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘পরিবারের সবার জন্য দোয়া করছি। মৃত আত্মীয় স্বজনসহ পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন।’

এর আগে নামাজকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। মাঠে প্রবেশের আগে কয়েক নিরাপত্তা তল্লাশি করা হয়।