ডেঙ্গুতে থামছে না প্রাণহানী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৩ ডেঙ্গু রোগী, ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৩ ডেঙ্গু রোগী, ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে থামছে না প্রাণহানী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া, ফরিদপুর ও ময়মনসিংহে আজও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তও হয়ে প্রাণহানী হয়েছে ৬৩ জনের।

ডেঙ্গুতে থামছে না প্রাণহানী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া, ফরিদপুর ও ময়মনসিংহে আজও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তও হয়ে প্রাণহানী হয়েছে ৬৩ জনের।

কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা জানান, মঙ্গলবার (১০ স্পেটেম্বর) ভোরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান মিনা খাতুন নামে এক নারী।

শুক্রবার (৬ স্পেটেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার বাড়ি উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামে।

আর ফরিদপুর মেডিকেলে সিদ্দিক নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাদারীপুরে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫৩ ডেঙ্গু রোগী

এদিকে গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ৩৭ জন বেশি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৫৩ জন রোগী রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৪ জন এবং ঢাকার বাইরে ৪৫৯ জন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এমআই