ভোলা ইস্যু নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করলো বৃটেন

ভোলা ইস্যু নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করলো বৃটেন

ভোলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সফররত বা সফরে ইচ্ছুক বৃটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বৃটেন সরকার।

বৃহস্পতিবার তারা এ বিষয়ে নাগরিকদের সতর্ক করে দিয়ে বাংলাদেশ সফরে পরামর্শ পাতায় বিবৃতিটি আপডেট করে।

এতে গত ২০ অক্টোবর ভোলাতে পুলিশ ও স্থানীয় ‘তৌহিদি জনতা’র মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে তা কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই ঘটনায় ৪ জন মারা গেছেন। বরিশাল বিভাগের ভোলা জেলায় ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।একইসঙ্গে সেখানে সবধরনের জন সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ভ্রমণ সতর্কতায় বৃটিশ নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়েছে, ভোলার ঘটনাকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ দেখলে কিংবা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হতে দেখলে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে। এতে সাবধান করে দিয়ে বলা হয়েছে, বৃটিশ নাগরিকরা যেনো সব ধরণের জন সমাবেশ এড়িয়ে চলে।

এছাড়া রাজনৈতিক দলের অফিস ও মিছিল এড়িয়ে চলার জন্যও অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, আন্দলনকারীরা খুব দ্রুত উগ্র ও আক্রমনাত্মক হয়ে উঠতে পারে। এমনকি তারা যেকোনো স্থাপনা ও গণপরিবহনেও হামলা চালাতে পারে।