রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, ১১ জন ঢামেকে

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, ১১ জন ঢামেকে

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আরও ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। আহত আরো কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, রূপনগরে ভয়াবহ এ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস।

জানা গেছে, রাজধানীর রূপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫জন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু, দুই পুরুষ ও একজন নারীও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা মারা যান।

এমজে/