ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এখন কোথায়, দেখুন সরাসরি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এখন কোথায়, দেখুন সরাসরি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরো শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। আগামীকাল শনিবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে তারা বলেছেন, উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে ‘বুলবুল’।

বুলবুল’র কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হচ্ছে।

শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।

সরাসরি দেখুন