যানবাহন শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

যানবাহন শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে মহাসড়কে যানবাহন তেমন চলছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি আসছে না।

মহাসড়কে উত্তরাঞ্চলগামী দুই-একটি বাস, কিছু সংখ্যক ট্রাক ও কাভার্ড ভ্যান চলছে। টাঙ্গাইল থেকে ঢাকাগামী কোনো বাস চলতে দেখা যায়নি।

মির্জাপুর বাসস্ট্যান্ডে টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সাদত কলেজের রিফাত সিকদার গণমাধ্যমকে বলেন, প্রায় ২০ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস পাচ্ছেন না।

মির্জাপুর উপজেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন গণমাধ্যমকে বলেন, সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাস চলাচল একেবারে বন্ধ হয়নি। মহাসড়কে কিছু কিছু বাস চলছে।

এমজে/