প্রতিবাদের মুখে রাজাকারের তালিকা স্থগিত

প্রতিবাদের মুখে রাজাকারের তালিকা স্থগিত

প্রতিবাদ বিক্ষোভের মুখে সদ্য প্রকাশিত রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী ২৬ মার্চ নতুন তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক।

বুধবার বিকাল ৫ টার দিকে মন্ত্রী এ ঘোষণা দেন।

এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে রাজাকারের ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ভুল সংশোধন করে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এরপরই তালিকা স্থগিতের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

অপরদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকাটি রাজাকারদের নয়, এটি দালাল আইনে অভিযুক্তদের তালিকা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।