‘ক্যান্সার হাসপাতালের পরিচালকের পেনশন ভাতার ওপর স্থগিতাদেশ’

‘ক্যান্সার হাসপাতালের পরিচালকের পেনশন ভাতার ওপর স্থগিতাদেশ’

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দামি যন্ত্রপাতি অবহেলায় ফেলে রাখায় কর্তৃপক্ষের নিস্ক্রীয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সম্প্রতি অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোশাররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

হাসপাতালটির জন্য কেনা অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটরসহ দামি যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে স্থাপন, সংরক্ষণ ও ব্যবহারে অবহেলায় এই রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে অবহেলার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

অবহেলায় পড়ে আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটরি শিরোনামে দ্যা ডেইলী স্টারে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও এম এমদাদুল হক।

এমজে/