ইবাদত-বন্দেগিতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু

ইবাদত-বন্দেগিতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু

প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার। ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে চলছে তাবলিগের কর্মকাণ্ড।

শনিবার ভোর থেকে ইবাদত, বন্দেগি, খিত্তাভিত্তিক তাসকিলে তামিল, ইস্তেকবাল জামাত, নুরেওয়ালি জামাত গঠন ও চিল্লা বন্দি হয়ে দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়াসহ তাবলিগের বিভিন্ন বিষয়ের বয়ান শোনার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়েছে।

দ্বিতীয় দিনে শুধু তাবলিগ কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও জোটবন্দি হয়ে তাবলিগের গুরুত্ব দেওয়া হয়। ইজতেমা থেকে শিক্ষা নিয়ে দ্বীনের কাজে লাগাবেন বলে জানান মুসুল্লিরা।
এর আগে গতকাল শুক্রবার প্রথম দিনে জুমার নামাজের জন্য ইজতেমা ময়দানে তিল ধরণের জায়গা খালি ছিল না।

এদিকে ইজতেমা ময়দানে এসে অসুস্থ হয়ে আরো তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো সাতজনে।