তীব্র ঠাণ্ডা থাকবে আরো কয়েকদিন, বলছে আবহাওয়া অফিস

তীব্র ঠাণ্ডা থাকবে আরো কয়েকদিন, বলছে আবহাওয়া অফিস

আজ রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থা আরো দুই-তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

গতকাল শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, ঠাণ্ডা বেড়ে গেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তীব্র ঠাণ্ডার সঙ্গে বয়ে চলেছে ঠাণ্ডা বাতাসও। এর সঙ্গে কুয়াশা বিরাজ করায় সূর্যের দেখাও পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই অবস্থা বিরাজ করছে রাজধানীতেও। আগামী কয়েকদিন এ অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল সাতটা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পরে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী দুই-তিন দিন পর আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গেছে। তবে শীতের তীব্রতা দুই-তিন দিন একই রকম থাকবে। মঙ্গলবার পর্যন্ত তীব্র শীত বিরাজ করে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ অবস্থায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।