সরস্বতী পূজায় পেছাচ্ছে না, ৩০ জানুয়ারি’ই দুই সিটির ভোটগ্রহণ: ইসি

সরস্বতী পূজায় পেছাচ্ছে না, ৩০ জানুয়ারি’ই দুই সিটির ভোটগ্রহণ: ইসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ জানুয়ারিতেই, সরস্বতী পূজা উপলক্ষে ভোটগ্রহণের তারিখ পেছানোর দাবি উঠলেও না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সরস্বতী পূজার কারণে ডিসিসি নির্বাচন পেছাতে এর আগে নির্বাচন কমিশনের কাছে ডাকসু ও জগন্নাথ হল কর্তৃপক্ষ চিঠি পাঠায়।

এছাড়া আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে ডাকসু ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, নির্বাচনের তারিখ যদি পরিবর্তন করা না হয় শুধুমাত্র বিবৃতি নয় শুধুমাত্র স্মারকলিপি দেয়া নয় শুধুমাত্র মানবন্ধন করা নয় আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে।প্রয়োজনে রাজু ভাস্কর্য থেকে মানববন্ধন নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।