মেয়রপুত্র সাম্য হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড ৮ জনের ৫ বছর করে কারাদণ্ড

মেয়রপুত্র সাম্য হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড ৮ জনের ৫ বছর করে কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকারের ছেলে স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য (১৩) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১১ আসামির মধ্যে বাকি আট আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্যকেঅপহরণ করা হয়। পরদিন বর্ধনকুঠি বটতলার কমিউনিটি সেন্টারের সেপটিক ট্যাংক থেকে সাম্যর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীনকে প্রধান আসামি এবং সাম্যের সহপাঠীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাম্যর বাবা।