হাইকোর্টের রুল

প্রশ্নফাঁসে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

প্রশ্নফাঁসে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশ্নফাঁস তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তিন আইনজীবীর কর রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আদালত বলেছেন, মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে প্রশ্নফাঁসের ঘটনা। যে কোনোভাবেই তা বন্ধ করতে হবে। উচ্চ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে।

আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে চলমান এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় এ যাবত হওয়া প্রতিটি পরীক্ষারই প্রশ্ন ফাঁস হয়েছে। আজো রসায়ন পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নসহ নাটোরে ১৩ জনকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে ১০ জনই পরীক্ষার্থী।

একের পর এক প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি উঠেছে। শুনানিতে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ২০ জনকে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

(জাস্ট নিউজ/ওটি/১৫৪৮ঘ.)