বঙ্গবন্ধুসেতু এলাকায় পরপর সড়ক দুর্ঘটনা, নিহত ২

বঙ্গবন্ধুসেতু এলাকায় পরপর সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল প্রান্তে বঙ্গবন্ধুসেতু এলাকায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড়ে ও বঙ্গবন্ধুসেতু টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম ইমন হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান: ঘনকুয়াশার কারণে ভোরে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

এছাড়াও বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘনকুয়াশার কারণে পরপর কয়েকটি দুর্ঘটনায় অন্তত ১০টি বাস-ট্রাক-প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এমজে/