ইভিএম’এ জাল ভোট দেয়ার সুযোগ নেই: সিইসি

ইভিএম’এ জাল ভোট দেয়ার সুযোগ নেই: সিইসি

ইভিএম এর মাধ্যমে ভোটের সব অনিয়ম দূর করা সম্ভব; ইভিএম’এ জাল ভোট দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার দুই সিটির ভোট নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সিইসি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন: দুই সিটির ভোটের দিকে চোখ রেখেছে আন্তর্জাতিক মহল। ভোটের উৎসবের আমেজ রক্ষা করে ভোটারদের ভোট দেয়ার পরিবেশ রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে।

সেসময় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন: যদি কোনো অনিয়ম হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে ছাড় দেয়া হবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন: বাড়ি থেকে এজেন্ট কেন্দ্রে আনা ইসির কাজ না। তবে কেন্দ্র থেকে যেনো এজেন্ট বের করে না দেয়া হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

এসময় তাবিথ আওয়াল এর উপর হামলাকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন সিইসি।

এমজে/