ইভিএমে ভোট নিয়ে নানা শঙ্কার কথা জানাল সুজন

ইভিএমে ভোট নিয়ে নানা শঙ্কার কথা জানাল সুজন

গণতন্ত্র উন্নয়নমূলক বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে দুটি সুনির্দিষ্ট শঙ্কার কথা উল্লেখ করেছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। নাগরিকদের প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ‘উপযুক্ত’ প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ‘বিতর্কিত নির্বাচন’-এর সংস্কৃতি থেকে উত্তরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভিডিওবার্তায় বদিউল আলম মজুমদার বলেন, ‘১ ফেব্রুয়ারি আমাদের দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আগামী পাঁচ বছর নাগরিকদের স্বার্থে ও কল্যাণে এই দুটি প্রতিষ্ঠান কারা পরিচালনা করবে সেটা নির্ধারিত হবে। তাই এখানে নাগরিক হিসেবে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ নির্বাচনের সঙ্গে নাগরিকের সুখ-সাচ্ছন্দ, নাগরিকের অধিকার সম্পৃক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি জানি ভোট নিয়ে অনেকের মনে অনেক অস্বস্তি আছে, শঙ্কা আছে। একটা উদ্বেগের কারণ হলো, নির্বাচন কমিশনের অতীতের ভূমিকা। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার জন্য সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা ছিল পক্ষপাতদুষ্ট। এর সঙ্গে আরেকটি সমস্যা হলো, সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট হবে। ইভিএমের কিছু দুর্বলতা রয়েছে। একটি দুর্বলতা হলো, ভোটার ভেরিফাইয়েবল পেপার লোডেড ট্রেইল নেই।

যেটা ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানকার ইভিএমে সংযুক্ত হয়েছে। এর মাধ্যমে আপনি কাকে ভোট দিলেন সেটা নির্ধারণ করা যায় এবং একই সঙ্গে ভোটের শেষে ভোট নিয়ে প্রশ্ন উঠলে ভোট পুনর্গণনা করা যায়। বর্তমানে যে ইভিএম আমরা ব্যবহার করছি সেই ইভিএমে নির্বাচন কমিশন যা বলবে তাই আমাদের গ্রহণ করতে হবে।’

তিনি বলেছেন, গত নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে তাতে ত্রুটি ছিল। এ ত্রুটি দূর করার জন্য আসন্ন সিটি নির্বাচনে তিনি কী ব্যবস্থা নিয়েছেন তা তিনি জানাননি। সবচেয়ে বড় কথা, ইভিএম হচ্ছে একটা যন্ত্র, আমার-আপনার ফোনের মতোই। আমরা এই যন্ত্রকে যে নির্দেশ দেব সেই কমান্ড অনুযায়ী এটা কাজ করবে। ইভিএমের কমান্ডে থাকবে আমাদের নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়।’

ইভিএমের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, আঙুলের ছাপ ব্যবহার করে ভোটারদের শনাক্ত করা হয়। অনেকের আঙুলের ছাপ ইভিএম পড়তে পারে না। তাই কর্মকর্তাদের এই ইভিএমকে ওভাররাইট করার ক্ষমতা দেয়া হয়েছে।

জাতীয় নির্বাচনে ২৫ শতাংশ ক্ষেত্রে তা করার অধিকার দেয়া হয়েছে। তার মানে ভোটারের পরিচিতি যদি নির্বাচনি কর্মকর্তা আপলোড করতে পারে, ২৫ শতাংশ ক্ষেত্রে প্রার্থী অনুপস্থিত থাকলে নির্বাচনি কর্মকর্তা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এটা একটা ভয়াবহ বিষয়। ইভিএমের দুর্বলতা নিয়ে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, কিন্তু কমিশন নির্বিকার ছিল। কিন্তু নাগরিকদের নির্বিকার করার সুযোগ নেই। দেশের মালিক হিসেবে নাগরিকের দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা।

কারণ ভোটাধিকার হলো নাগরিকের মালিকানার প্রতীক। সাবধান থাকতে হবে সেসব ব্যক্তিদের কাছ থেকে যারা হতাশ, নিরাশ, নির্বিকার। কারণ যুগে যুগে হত্যা বিশ্বাসঘাতকতা টিকে আছে এই নির্বিকার ব্যক্তিদের কারণে। তাই নাগরিকদের নির্বিকার হওয়ার কোনও সুযোগ নেই। আসন্ন নির্বাচনে আমাদের সোচ্চার হওয়ার একটাই পন্থা, সেটা হলো ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।’

তিনি সবার উদ্দেশে বলেন, ‘শতরকম আশঙ্কা, বিপত্তি থাকলেও আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হোন। এর মাধ্যমে আমরা পাতানো নির্বাচনের সংস্কৃতি, বিতর্কিত নির্বাচনের সংস্কৃতি থেকে উত্তরণ ঘটাতে পারবো।’

এমজে/