চাকরির টাকার জন্য ‘ছেলের হাতে’ বাবা খুন

চাকরির টাকার জন্য ‘ছেলের হাতে’ বাবা খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম পাড়ার হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. আমীর হোসেন (৫৫) অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।

স্থানীয়রা জানায়, দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্নাতস সম্মান শ্রেনীতে পড়েন। বেশ কিছুদিন যাবৎ ভিটেমাটি বিক্রি করে চাকরির জন্য বাবার কাছে টাকা চাইছিলেন শুভ। ভিটেমাটি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায় দা হাতে নিয়ে বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান শুভ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিত রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ছেলেকে গ্রেপ্তারের অভিযান চলছে।