পিলখানার বর্বরোচিত হত্যাকাণ্ড

‘জবাব মেলেনি অনেক প্রশ্নের’

‘জবাব মেলেনি অনেক প্রশ্নের’

পিলখানার বর্বরোচিত হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব মেলেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এ হত্যাকাণ্ড বাংলাদেশকে দুর্বল, খর্বিত ও আত্মবিশ্বাসহীন করার প্রথম ধাপ ছিলো বলে মনে করেন তিনি। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘আজ সেই ভয়াবহ পিলখানা হত্যাকাণ্ড দিবস। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড। শহীদ হন বাংলাদেশের ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার। মহান আল্লাহ-র কাছে দোয়া করি তাদের মাগফেরাতের। বাংলাদেশকে দুর্বল, খর্বিত ও আত্নবিশ্বাসহীন করার প্রথম ধাপ ছিল এ হত্যাকান্ড।

দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও জবাব মেলেনি এ হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক প্রশ্নের।