মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে ৩৭ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে ৩৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারচেষ্টার সময় ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার এবং তিন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে এ অভিযান চালানো হয় বলে হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই এসএম আতিক উল্লাহ জানান।

আটক তিন দালালের নাম-পরিচয় নিশ্চিত করতে না পরলেও তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বলে জানিয়েছে পুলিশ।

এসআই বলেন, গোপান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘কয়েকজন দালাল’ পালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক এবং নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই আতিক জানান।

এমজে/