পৃথিবীর কোনো স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয় না

পৃথিবীর কোনো স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয় না

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুদকের করা মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নান। শুনানি শেষে বিচারক মো. আব্দুল মান্নান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেই জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে বদলি করে দেয়া হয়। এ নিয়ে দেশের রাজনীতি মহলে চলছে চরম কানাঘুষা।

এবার এ ঘটনায় মুখ খুলেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার বিকালে নিজের ফেসবুক একাউন্ট থেকে তিনি একটি স্ট্যাটাস দেন। আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আওয়ামী লীগের নেতাকে দূর্নীতির মামলায় জামিন না দেয়ার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নানকে কয়েক ঘন্টার মধ্যে অপবাদ দিয়ে বদলী করে দেয়া হয়েছে। এর ৩০ মিনিটের মধ্যে নতুন বিচারক জামিনের ব্যবস্থা করেছেন। এই সরকারই আবার বলে বিচার বিভাগ স্বাধীন!!!

শুধু শুধু এসব বলে লাভ নেই। মানুষ এতো বোকা না। মানুষের মনে আছে স্বাধীনভাবে রায় দেয়ার পর দেশের প্রধান বিচারপতিকে কি হেনস্থা করে দেশছাড়া করেছিলেন। কি অবস্থা করেছিলেন তারেক রহমানকে খালাস দেয়া বিচারকের। মানুষের এগুলো ভোলার কথা না। খালেদা জিয়ার জামিন কেন হয়না মানুষ সেখান থেকে বুঝে নেয়। পৃথিবীর কোন স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয়না।’

এমজে/