ভক্তদের মিলনমেলা লালন আখড়াবাড়িতে

ভক্তদের মিলনমেলা লালন আখড়াবাড়িতে

দোল পূর্ণিমায় সাঁইজির স্মরণোৎসবে মুখরিত কুষ্টিয়ার ছেঁউরিয়া। বাউল, সাধু-সন্যাসী আর ভক্তদের মেলা বসেছে লালনের আখড়াবাড়িতে। গুরুর সেবা, ত্বত্ত্ববিচার আর গুরুর গান নিয়ে চলছে নানা আয়োজন। বিদেশী পর্যটকদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। উৎসব সুষ্ঠু ও নিরাপদ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দোল পূর্ণিমা উপলক্ষে লালন সাঁইয়ের আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ। সাঁইজির স্মরণোৎসবে আখড়ায় জড়ো হয়েছেন হাজারো বাউল, সাধু-সন্যাসী আর ভক্ত। আধ্যাত্মিক গান আর ভাবদর্শন বিনিময় চলছে তাদের মাঝে।

ছেউরিয়ায় কালীগঙ্গার তীর এখন একতারা, দোতারা আর ঢোল-বাঁশির সুরে মুখরিত। লালন সাঁইয়ের গানে ভাবদর্শন আর দেহতত্ত্বের সন্ধান করে চলছেন বাউল সাধকরা।

এবছর বিদেশিদের অংশগ্রহণে বিধিনিষেধ থাকলে অনেকেই উপস্থিত হয়েছেন আখড়াবাড়িতে। সাঁইজির গানে তারা মুগ্ধ হলেও, হতাশা প্রকাশ করেন লালন জাদুঘর দেখে।

আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে স্মরণোৎসব উপলক্ষে কালী নদীর পাড়ের মাঠে বসেছে গ্রামীণ মেলা। শতাধিক স্টলে বাহারী পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

এমজে/