সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ আইইডিসিআরের

সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ আইইডিসিআরের

অত্যাবশ্যকীয় না হলে সভা-সমাবেশ আয়োজন না করার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা মোকাবেলার পরামর্শ হিসেবে তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফিরে ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইন করতে হবে। এটিই সবচেয়ে সহজ পদ্ধতি। কোনো উপসর্গ দেখা দেয়া মাত্র আমাদের হটলাইনে যোগাযোগ করুন। আমাদের সব মিলিয়ে ১২টি হটলাইন নম্বর চালু করা হয়েছে। প্রয়োজনে ফোন করুন, পরামর্শ পাবেন।

তিনি আরও বলেন, এই রোগের প্রতিষেধক নেই। হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলবেন। নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। অসুস্থ হলে বাসায় থাকা উচিত। অসুস্থ অবস্থায় বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন। হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, বয়স্ক ব্যক্তিরা সতর্ক থাকুন। প্রয়োজন না হলে বাসায় থাকুন। ভিড় এড়িয়ে চলুন। বিদেশ থেকে আগত ব্যক্তি বা আত্মীয়স্বজনদের সঙ্গে মেলামেশা আপাতত পরিহার করুন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হটলাইনে কল পেয়েছি ২ হাজার ৮৭৮টি। এখানে এসে সেবা নিয়েছেন ২৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিনজন। চারজন কোয়ারেন্টাইনে রয়েছে। এ ছাড়া করোনা সন্দেহে আইসোলেশনে রয়েছেন আটজন রোগী।

অসুস্থ তিনজন ভালো আছেন বলেও জানান সেব্রিনা ফ্লোরা। কবে নাগাদ তাদের ছেড়ে দেয়া হবে জানতে চাইলে আইইডিসিআর পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুসারে তাদের যে পরীক্ষা করা হয়েছে, সেটি পর পর দুবার নেগেটিভ না এলে তাদের ছেড়ে দেয়ার কোনো অনুমতি নেই।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, ধরা পড়া করোনা রোগী দুজন ইতালিফেরত। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এমজে/