ভিপি নুরসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ এপ্রিল

ভিপি নুরসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ এপ্রিল

রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে লাঞ্ছিত ও হলের ভেতরে ভাঙচুর চালিয়ে ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য জানান।

মামলার অপর আসামিরা হলেন— ডাকসু নির্বাচনে বামজোট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস প্রার্থী ছাত্রদল নেতা খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হল সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র জোটের প্রার্থী শ্রাবণী শফিক দীপ্তি ও ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন।

প্রসঙ্গত গত বছরের ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়। অভিযোগে বলা হয়েছে, ভোটের দিনে মামলার বাদী মারজুকা রায়না রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়ান। এর মধ্যে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার চেষ্টা চালান অভিযুক্তরা। তারা গণমাধ্যম কর্মীদের মধ্যে গুজব ছড়ান যে, ট্র্যাংকভর্তি সিলমারা ব্যালট পেপার হলের ভেতরে রয়েছে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের উসকে দেন। কিন্তু অভিযুক্তরা প্রভোস্টের কথা না শুনে তাকে লাঞ্ছিত করেন এবং শিক্ষার্থীদের গালাগাল করেন।

ওই ঘটনায় পরের দিন রাতে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী রায়না বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

এমজে/