বিসিবির চিকিৎসক ও দুই ক্রিকেটার কোয়ারেন্টিনে

বিসিবির চিকিৎসক ও দুই ক্রিকেটার কোয়ারেন্টিনে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশ টেস্ট দলের ব্যাটসম্যান সাদমান ইসলাম ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীও কোয়ারেন্টিনে রয়েছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুই ক্রিকেটার সাদমান ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন দেবাশীষ। চিকিৎসার প্রয়োজনে তাঁরা অস্ট্রেলিয়া যান।

এ বিষয়ে ফোনে দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এটা কোভিড-১৯ ছড়িয়ে পড়া প্রতিরোধে সতর্কতার অংশ। এ বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত।’

বিসিবির এই চিকিৎসক আরো বলেন, ‘বিমানবন্দরে পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এসেছি। অন্যকে বিপদে ফেলা উচিৎ নয়। প্রত্যেকেরই সতর্ক থাকা উচিৎ।’

এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশের সব ধরনের ক্রিকেট খেলা স্থগিত থাকবে।

বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বে সবধরনের খেলা স্থগিত রাখা হয়েছে। আমরাও তাই করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ক্রিকেট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

নাজমুল হাসান আরো বলেন, ‘অবস্থার উন্নতি হলে আমরা আবারও খেলা শুরু করব। নির্দিষ্ট করে সময় বলতে পারছি না, কেননা কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এটা বলতে পারছি না। ১৫ এপ্রিলের আগে খেলা শুরু করতে পারব বলে মনে করছি না, আরও বেশি সময়ও লাগতে পারে।’

দেশের ক্রিকেটারদের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ ইস্যু করেছে বিসিবি। কয়েক সপ্তাহ গণপরিবহন এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।