দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষেধ

দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষেধ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশে নিধেষাজ্ঞা জারি করা হয়েছে। আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দৈনিক আমাদের সময়কে বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশের সকল হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান বলেন, ‘প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগী সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

এমজে/