খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ইইউ থেকে দেয়া এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মুক্তির প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়,‘দুই বছর ধরে কারাগারে আটকে রাখার কারণে খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটছিলো। আমরা এখন আশা করছি খালেদা জিয়া তাঁর যথাযথ চিকিৎসা নেবার সুযোগ পাবেন।’

এতে আরো বলা হয়, ‘ইইউ এর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি এ্যামন গিলমোর এর আগে নিয়মিতভাবেই কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্তি দেবার আহবান জানিয়ে আসছিলেন।’

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর ব্যাপক বিস্তার রোধে বাংলাদেশ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতায় ইউরোপীয় ইউনিয়নেরর দৃঢ় সমর্থনের বিষয়টি পূনর্ব্যক্ত করা হয়।