তুফান সরকারের স্ত্রীকে যৌন হয়রানি, বগুড়ার জেল সুপার প্রত্যাহার

তুফান সরকারের স্ত্রীকে যৌন হয়রানি, বগুড়ার জেল সুপার প্রত্যাহার

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা কারগারে আটক তুফান সরকারের স্ত্রীর সাথে অবৈধ যৌন কেলেংকারির অভিযোগে জেল সুপার সাঈদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক আদেশে প্রশাসনিক কারণে রাজশাহী ডিআইজি অফিসে সংযুক্ত করেছে।

কারা সূত্র জানায়, বগুড়ার আলোচিত যুবলীগ নেতা তুফান সরকার দুর্নীতি, চঁদাবাজি ও নানা সন্ত্রাসী ঘটনায় ২০১৭ সাল থেকে বগুড়া কারাগারে আটক আছে। তুফানের স্ত্রী প্রায়ই দেখতে এসে জেল সুপারের সাথে যোগাযোগ করে। এ সুযোগে সাঈদ হোসেন তার সাথে যৌন হয়রানির মাধ্যমে অনৈতিক সর্ম্পক গড়ে তুলে। মন্ত্রণালয়ে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামন স্বাক্ষরিত আদেশে জেল সুপারকে প্রত্যাহার করা হয়।