চলে গেলেন ভাষাসৈনিক অধ্যাপক সুফিয়া আহমেদ

চলে গেলেন ভাষাসৈনিক অধ্যাপক সুফিয়া আহমেদ

চলে গেলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী এবং দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

উল্লেখ্য, ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে যে মিছিল বের হয়, তার অগ্রসেনানী ছিলেন এই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন জারির প্রতিবাদে নারীদের যে মিছিল বের হয়েছিল সেখানেও সামনের সারিতে ছিলেন তিনি। এছাড়া ১৯৬১ সালে নিজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এর পর ১৯৮৩ সালে একই বিভাগের অধ্যাপক হন তিনি।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়া আহমেদ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তার মৃত্যুতে শোক এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

এমজে/