সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৮৩ জন

সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৮৩ জন

সিলেটে নতুন করে আরো ৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা এসব ব্যক্তিদের মধ্যে বেশিরভাই হবিগঞ্জের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা ৮৩ জনের মধ্যে ৫০ জনই হবিগঞ্জে। অন্যদের মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২ জন।

ডা. আনিসুর রহমান বলেন, হবিগঞ্জে করোনা আক্রান্ত একজন মারা যাওয়ার ঘটনায় হোম কোয়ারেন্টিনে লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, লকডাউনকৃত এলাকার লোকজন ওখানেই থাকার কথা। কিন্তু ওখান থেকে (নারায়ণগঞ্জ) লোকজন ভয়ে পালিয়ে আসছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে জানা গেছে, সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ৩০ জন ছাড়পত্র পেয়েছেন। এদের মধ্যে সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৪ জন। তবে আজ কেউ হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাননি।

এমজে/