পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনার বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কোরবান আলী সরদার (৬০) কে আটক করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুদ করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

রাত সাড়ে দশটায় রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব কমান্ডার জানান ।

এমজে/