দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, গফরগাঁও পৌরসভা লকডাউন

দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, গফরগাঁও পৌরসভা লকডাউন

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।

দুই চিকিৎসক হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ডা. লিমন ও ডা. আনজুম। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার করে তাদের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বলেন, ওই দুই চিকিৎসকসহ গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে এবং আজ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এঘটনায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সে জন্য হটলাইনের মাধ্যমে সেবা দিতে চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানা তিনি।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল করেজের ল্যাবে করোনা পরীক্ষা করে বিভিন্ন জেলা আরও ৫ জনের দেহে করোনা পজিটিভ পাওযা যায়। তারা হলেন, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির ৩ জন, শেরপুর জেলার ঝিনাইগাতির ১ এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জে আরো ১ জন।

এমজে/