চট্টগ্রামে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনো ভাইরাস বাংলাদেশেও আঘাত করেছে। করোনো সংক্রমণের রোগীর মৃত্যুর সংখ্যা ও বেড়ে চলছে বাংলাদেশে। সারাদেশের করোনো রোগীর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১০৪টি নমুনা পরীক্ষায় আরও দুজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরের সড়াইপাড়ার এক নারী দুপুরেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, সকালে ৫০ বছর বয়সী এক নারীকে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কিছুক্ষণ আগে বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ পাওয়া গেছে। এর আগে রাত ৩টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক শিশু আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩,জন।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামকে করোনো ভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেন, চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

এমজে/